চিকাজানী ইউনিয়নের পাশ দিয়ে ঐতিহ্যবাহী যমুনা নদীটি বয়ে গেছে। মাঝে মাঝে এর করাল গ্রাসে নদী ভয়াবহ রুপ ধারণ করে ভাংগনের শুরু হয়। তখন চিকাজানী ভাংগন কবলিত লোকজনের দু:খ কষ্টের সীমা থাকে না। নদীতে নৌকা যোগে লোকজনের পারাপারের সুযোগ সৃষ্টি হয়। মাঝে মাঝে বন্যায় চিকাজানী ইউনিয়ন প্লাবিত হয় এবং লোকজনের মাঝে দুর্যোগ নেমে আসে। তবে চর এলাকায় বন্যা প্লাবিত হওয়ার কারণে ফসল ভাল হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস